Posts

Showing posts from October, 2017

(ইমাম মাহদী (আঃ) এর আগমন এবং গাযওয়া ই হিন্দ শুরু)

Image
আস্‘সালামু আলাইকুম। আমার নাম মোহাম্মাদ কাসীম। আমি পাকিস্তানে থাকি। আমি গাযওয়া-ই-হিন্দ এবং ইসলামের জেগে উঠা সম্পর্কে স্বপ্ন দেখেছিলাম। আমি আমার সত্য স্বপ্নে এই যুদ্ধ অনেক বার দেখেছি। এই যুদ্ধ পাকিস্তানের উপর আরোপিত হয় এবং আমরা আমাদের দেশ ও ইসলামকে রক্ষা করি। পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে এটি অত্যন্ত খারাপ একটি যুদ্ধ ছিল। এই যুদ্ধটি একমাত্র পাকিস্তানকে বাঁচানোর জন্যই ছিল না, এই যুদ্ধটি ইসলাম বাঁচানোর জন্যও ছিল। কারণ এই যুদ্ধের পূর্বে ইসলামের শক্তিশালী ২টি প্রধান দুর্গ তুর্কী ও সৌদিআরব ধ্বংস হয়ে গিয়েছিল। এবং যেহেতু পাকিস্তান ছিল ইসলামের শেষ দুর্গ, অতএব এটা অপরিহার্য ছিল ইসলাম রক্ষার জন্য ও পাকিস্তান রক্ষার জন্য। এই যুদ্ধের পূর্বে আল্লাহ্‌ পাকিস্তানের সেনাপ্রধানকে আমার স্বপ্নের কথা জানান। এবং নবী মোহাম্মাদ (সঃ) তাকে আমার স্বপ্ন সম্পর্কে সাক্ষ্য দেন যে, কাসীম তার স্বপ্ন সম্পর্কে কাউকে মিথ্যা বলছে না এবং তার স্বপ্নগুলো সত্য ও তা আল্লাহ্‌ হতে আসে, এবং ঠিক তেমনই হতে যাচ্ছে, যা আল্লাহ্‌ কাসীমকে স্বপ্নের মধ্যে দেখিয়েছেন। তারপর পাকিস্তানী সেনাবাহিনী ও পাকিস্তানী জনগণ আমার স্বপ্নগুলোকে আরো বিশ্বাস ক

মোহাম্মাদ কাসীম কে ???

আস্‘সালামু আলাইকুম। মোহাম্মাদ কাসীম ইবনে আব্দুল কারীম। তিনি বলেন- আমার বয়স ৪০ বছর পার হয়ে গেছে। আমি অবিবাহিত। আমি একজন সুন্নি মুসলিম। আমার বংশ কুরাইশ এবং আমি পাকিস্তানী। তার স্বপ্নগুলো সম্পর্কিত- •কেয়ামতের আলামত, •গাযওয়া-ই-হিন্দ যুদ্ধ, •বিশ্বের শান্তি, •দাজ্জাল এর আগমন, •ঈসা (আঃ), •ইয়াজুজ-মাজুজ, •শেষ বিচার দিবস। গত ২৮ বছরেরও বেশি সময় ধরে আল্লাহ্‌ এবং মোহাম্মাদ (সঃ) তার স্বপ্নের মধ্যে আসছেন। এখনো আল্লাহ্‌ এবং মোহাম্মাদ (সঃ) নিয়মিত ও অবিরতভাবে তার স্বপ্নের মধ্যে আসেন। এতদূর আল্লাহ্‌ তার স্বপ্নগুলোর মধ্যে আসেন ৫০০ বারেরও বেশি বার এবং মোহাম্মাদ (সঃ) তার স্বপ্নগুলোর মধ্যে আসেন ৩০০ বারেরও বেশি বার। আল্লাহ্‌ এবং মোহাম্মাদ (সঃ) তাকে আদেশ করেছেন- তার স্বপ্নগুলো অন্যদের সাথে বলতে এবং তাই তিনি তার এইসব স্বপ্নগুলো প্রচার করছেন। ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসের স্বপ্নে আল্লাহ্‌ তাকে বলেন- কাসীম, তুমি মোহাম্মাদ (সঃ) এর শেষ উম্মত হিসেবে এই পৃথিবীতে মারা যাবে। তার মানে হল, তার মৃত্যুর পর এই পৃথিবীতে আর কোন মোসলমান অবশিষ্ট থাকবে না, কিন্তু শুধু খারাপ মানুষ থাকবে এবং ত